লতার সেঞ্চুরিতে খেলাঘরের বড় জয়

প্রকাশ | ২৮ মে ২০২৩, ১৮:৫৫

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে লতা মণ্ডলের দুর্দান্ত সেঞ্চুরিতে কেরাণীগঞ্জ ক্রিকেট একাডেমিকে ২৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। শুরুতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৮১ রান তুলে খেলাঘর। জবাবে ব্যাট করতে নেমেমে মাত্র ৩৬ রানে থেমেছে কেরাণীগঞ্জের ইনিংস।

টস জিতে ব্যাট করতে নেমে ইতিবাচক ব্যাট করতে থাকেন খেলাঘরের ব্যাটাররা। লতা ১০১ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন। ৭৫ বলে ৫২ রান করেন তাজ। এছাড়া দিলারা আক্তার ৪৭ ও স্বর্ণা আক্তার আউট হন ৪১ রানে।

জবাবে খেলতে নেমে ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি কেরাণীগঞ্জের ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ ১০ রান করেন শাহনাজ। দুই ওপেনারসহ শূন্যরানে ফেরেন ৪ জন।

এদিকে খেলাঘরের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ফাহিমা খাতুন। ৩ উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা।

(ঢাকাটাইমস/২৮মে/এমএম)