আমেরিকার ভিসানীতির সঙ্গে গাজীপুরের ভোটের কোনো সম্পর্ক নেই: ইসি আলমগীর

প্রকাশ | ২৮ মে ২০২৩, ২০:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

আমেরিকার ভিসানীতির সঙ্গে গাজীপুর অনুষ্ঠিত হওয়া সুষ্ঠু নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। রবিবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন,  ‘৪৫ দিন আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হয়। যুক্তরাষ্ট্রের ভিসানীতি কী, তা আমাদের জানাও নেই। তাদের ভিসানীতির সঙ্গে গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচনে আইন মেনে না চললে তিনি যেই হোন না কেন, ইসি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

গাজীপুর নির্বাচনের মধ্যে দিয়ে দেশ-বিদেশে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় কমিশন তার সক্ষমতার প্রমাণ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মো. আলমগীর বলেন, ‘যারা সমালোচনা করেন, তারা সবসময়ই সমালোচনা করেন। নির্বাচনে যারা আসবেন, তাদের সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। ভোটাররাও যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে। গাজীপুরের মতোই আসন্ন সব নির্বাচন সুষ্ঠু করবে ইসি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার, সবকিছুই করা হবে।’

(ঢাকাটাইমস/২৮মে/এমএইচ/কেএম)