আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত না হলে চ্যাম্পিয়ন হবে গুজরাট

প্রকাশ | ২৯ মে ২০২৩, ১৮:৩৫ | আপডেট: ২৯ মে ২০২৩, ১৮:৪৩

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) এবারের আসর। পর্দা নামতো একদিন আগেই। কিন্তু বৃষ্টি বাগড়ায় রিজার্ভ ডেতে চলে এসেছে ম্যাচটি। অর্থাৎ শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে আজ মাঠে নামবে দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স।

কিন্তু বৃষ্টি বিঘ্নতায় আজও পুরোপুরি খেলা নাও অনুষ্ঠিত হতে পারে। আবার ভেস্তে যেতে পারে পুরো ম্যাচটি।

আইপিএলের নিয়ম অনুযায়ী বৃষ্টিতে খেলা দেরিতে অনুষ্ঠিত হলে ওভার কমানো হবে। আর তাতেও সম্ভব না হলে অন্তত ৫ ওভার করে খেলতে পারবে দুদল। সেটাও সম্ভব না হলে ম্যচাটি গড়াবে সুপার ওভারে।

এখন প্রশ্ন হচ্ছে, যদি সুপার ওভারেও ম্যাচটি না গড়ায় তবে? সেটারও ফয়সালা করে রেখেছে আইপিএল লিগ কর্তৃপক্ষ। মাঠে বল না গড়ালে পয়েন্ট টেবিলে উপর ভিত্তি করে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত করবে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।

কেননা লিগপর্ব শেষে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল হার্দিক পান্ডিয়ার গুজরাট এবং ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।

(ঢাকাটাইমস/২৯মে/এমএম)