ইসলামি দেশগুলোর সঙ্গে প্রযুক্তিগত দক্ষতা ভাগাভাগিতে প্রস্তুত ইরান

প্রকাশ | ২৯ মে ২০২৩, ১৯:৩৬

ঢাকা টাইমস ডেস্ক

ইরানের উপ-বিজ্ঞান মন্ত্রী বলেছেন, তার দেশ প্রযুক্তিগত দক্ষতা অন্যান্য ইসলামি দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করতে প্রস্তুত রয়েছে।

 

ওয়াহিদ হাদ্দাদি-আসল বলেন, বিশ্ব শান্তি ও মানবিক ন্যায়বিচার সৃষ্টির জন্য বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ করা উচিত। মুসলিম দেশগুলোর কেবল মুসলিম দেশগুলোর জন্যই নয়, শান্তি ও অগ্রগতির সাথে সমগ্র মানবজাতির জন্য ঐক্য ও সহানুভূতি বয়ে আনতে পারে। খবর ইরনার।

 

ওয়াহিদ হাদ্দাদি-আসল গত ২৫ থেকে ২৬ মে কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন ডায়ালগ প্ল্যাটফর্মের (ওআইসি-১৫) প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ মন্তব্য করেন। সূত্র: তেহরান টাইমস।

(ঢাকাটাইমস/২৯মে/কেএম)