দুই মাস পর শুরু করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ
প্রকাশ | ৩১ মে ২০২৩, ১১:৩৭ | আপডেট: ৩১ মে ২০২৩, ১১:৫৬

আবারও শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম। টিকা সংকটের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম বন্ধ ছিল। প্রায় দুই মাস পর বুধবার সারা দেশে শুরু হয়েছে তৃতীয় ও চতুর্থ ডোজ।
মঙ্গলবার রাতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার এসএম আবদুল্লাহ আল মুরাদ বিষয়টি জানান।
এদিকে টিকা কার্যক্রম শুরু হওয়া ও বাস্তবায়ন প্রসঙ্গে দিকনির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আরও পড়ুন>> বাংলাদেশে তামাকজনিত রোগে বছরে ক্ষতি সাড়ে ৩০ হাজার কোটি টাকা
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ ফাইজার ভ্যারিয়েন্ট কনটেইনিং ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী গত ২৫ মে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ বছর বয়স থেকে শুরু করে সব নাগরিক তৃতীয় ও চতুর্থ ডোজের টিকা নিতে পারবে। দ্বিতীয় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার কমপক্ষে চার মাস পর তৃতীয় ডোজ (বুস্টার) ভ্যাকসিন নিতে হবে। তৃতীয় ডোজ নেওয়ার কমপক্ষে চার মাস পর চতুর্থ ডোজ (বুস্টার) নিতে হবে।
চতুর্থ ডোজ (বুস্টার) ভ্যাকসিনে অগ্রাধিকার পাবেন ৬০ বছর বা এর ঊর্ধ্ব জনগোষ্ঠী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ১৮ বছর বয়সি জনগোষ্ঠী, স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জনগোষ্ঠী (ইম্যুনোকম্প্রোমাইজ), গর্ভবর্তী মা ও ফ্রন্ট লাইনাররা।
(ঢাকাটাইমস/৩১মে/এফএ)