ঢাবির দুই রিসার্চ সেন্টারে নতুন পরিচালক

প্রকাশ | ৩১ মে ২০২৩, ১৩:৫৩

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানকে সেন্টার ফর আরবান রেজিলিয়েন্স স্টাডিজ-এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম এল পলাশকে সেমিকন্ডাক্টর টেকনোলজি রিসার্চ সেন্টার-এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতকাল মঙ্গলবার ৩ বছরের জন্য এই নিয়োগ প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম প্রেরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩১মে/এসকে/এসএম)