ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চলবে: মেয়র তাপস

প্রকাশ | ৩১ মে ২০২৩, ১৫:৫৩ | আপডেট: ৩১ মে ২০২৩, ১৬:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় শিগগিরই ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান শুরু হচ্ছে। অভিযানে এসব রিকশা জব্দের পর ধ্বংস করা হবে। নগরীর এই অংশে শুধু পায়ে চালানো রিকশা চলতে পারবে। ব্যাটারি রিকশা চলার অনুমোদন দেওয়া হবে না।  

এ ব্যাপারে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নুর তাপস বলেন, সিটি করপোরেশন থেকে শুধুমাত্র পায়ে চালিত রিকশার নিবন্ধন দেওয়া হয়। ব্যাটারিচালিত রিকশার কারণে রাস্তায় সবসময় যানজট লেগে থাকে। এসব রিকশা পাওয়া গেলে ধ্বংস করা হবে।

বুধবার রাজধানীর সবুজবাগে সংঘনায়ক শুদ্ধানন্দ সড়কের উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেয়র তাপস বলেন, রাজধানীর ৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ধর্মরাজিক বৌদ্ধবিহার সংলগ্ন এই সড়ক প্রশস্ত এবং ফুটপাত নির্মাণ করা হয়েছে। সড়ক উন্নয়ন হলেও রাস্তার দুই পাশে ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় এই রাস্তায় সবসময় যানজট লেগেই থাকে।

এই সড়কে যানজট নিরসনে কী উদ্যোগ নেওয়া হবে জানতে চাইলে মেয়র বলেন, ট্রাফিক পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চলবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ৯ সংসদীয় আসনের সদস্য সাবের হোসেন চৌধুরী, ৫-নং ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/৩১মে/কেআর/ইএস)