৫০ বছর পর এশিয়ান গেমসে লড়বে ইরানের নারী ভলিবল
প্রকাশ | ৩১ মে ২০২৩, ১৬:৪৭

প্রায় অর্ধশতক পর প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিচ্ছে ইরানের নারী ভলিবল দল। ইরানের নারী ভলিবল দল শেষবারের মতো তেহরানে অনুষ্ঠিত ১৯৭৪ সালের এশিয়ান গেমসে অংশ নেয়। ইরানের নারীরা এখন চীনের হাংঝুতে ২০২২ সালের এশিয়ান গেমসে খেলবে।
তেহরান টাইমস জানিয়েছে, ইরানের নারী দল প্রথমে নারীদের ২০২৩ এভিসি চ্যালেঞ্জ কাপে অংশগ্রহণ করবে। টুর্নামেন্টটি ২০২২ এশিয়ান গেমসের আগে দলের প্রস্তুতিমূলক কর্মসূচির অংশ হিসেবে কাজ করবে।
প্রতিযোগিতাটি ১৮ থেকে ২৫ জুন ইন্দোনেশিয়ার পূর্ব জাভার গ্রেসিকে অনুষ্ঠিত হবে।
ফাতেমেহ রশিদির নেতৃত্বে ইরান এভিসি চ্যালেঞ্জ কাপে চাইনিজ তাইপে এবং হংকং এর সাথে পুল বি-তে প্রতিদ্বন্দ্বিতা করবে। সূত্র: মেহর নিউজ।
(ঢাকাটাইমস/৩১মে/কেএম)