কিশোরগঞ্জে বাবার ওপর প্রতিশোধ নিতে শিশু সন্তানকে হত্যা, গ্রেপ্তার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মে ২০২৩, ১৮:১৫

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বাবার ওপর প্রতিশোধ নিতে পাঁচ বছরের শিশু সন্তানকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই শিশুর ফুফাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার রসুলপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নিহত লাবিব ওরফে রাব্বি (৫) উপজেলার কুর্শা মাইজপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শিশুটির ফুফা ও মামলার প্রধান আসামি দিদারুল ইসলাম পায়েল এবং তার সহযোগী আব্দুল কাইয়ুম তনয় খান। এদের মধ্যে দিদারুল নিকলীর ছাতিরচর গ্রামের মো. তৈয়ব আলীর ছেলে এবং আব্দুল কাইয়ুম কুর্শা মাইজহাটি গ্রামের জমসেদ খানের ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বুধবার দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, কিছুদিন আগে প্রধান আসামি দিদারুল ইসলাম পায়েলের সঙ্গে নিহত রাব্বির ফুফুর তালাক হয়। এ ঘটনার আগে রাব্বির বাবা পায়েলকে মারধর করেন। মারধরের প্রতিশোধ নিতে রাব্বিকে নৃশংসভাবে হত্যা করা হয়।

এর আগে গত ১৯ মে সন্ধ্যার আগে রাব্বি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এর পরদিন দুপুরে কুর্শা মাইজপাড়া গ্রামের একটি পতিত বাড়ির চৌকির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা আমির হোসেন বাদী হয়ে নিকলী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা ও গুমের মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহানের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামিদের শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। আসামিদের গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যানুযায়ী নিহত রাব্বির একটি প্লাস্টিকের খেলনা গাড়ি ও বল উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/৩১মে/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

গাইবান্ধায় ৭ বছর বয়সি মেয়েকে হত্যার অভিযোগে সৎ মা আটক

থানায় নির্যাতনের অভিযোগে ১৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের নেতার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

মাদারীপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়ায় নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

দুর্বৃত্তের আগুনে পুড়ল নোয়াখালী যুবলীগের যুগ্ম আহ্বায়কের দোতলা বাড়ি

নারায়ণগঞ্জে ছাত্রদলের সব ইউনিটের কমিটি বিলুপ্ত

খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে টানাপোড়েন

নাটোরে বৈষম্যবিরোধী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন

কসবা সীমান্ত থেকে ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি- থ্রিপিস জব্দ

এই বিভাগের সব খবর

শিরোনাম :