দেবিদ্বারে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

প্রকাশ | ৩১ মে ২০২৩, ২১:৩০

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লার দেবিদ্বারে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবির হোসেন (৪) ও রাফিন হোসেন (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের ছেচড়াপুকুরিয়া গ্রামের এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- আবির হোসেন উপজেলার সুলতানপুর ইউনিয়নের ছেচড়াপুকুরিয়া গ্রামের আমান উল্লাহর ছেলে এবং রাফি হাসান ফুল মিয়ার ছেলে। আবির ও রাফিন পরস্পর সম্পর্কে চাচাতো ভাই।

শিশু দুটির প্রতিবেশী নানা মো. জসিম উদ্দিন জানান,  দুপুরে আবির ও রাফিন বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ-খবর না পেয়ে বাড়ির লোকজন পুকুরঘাটে গিয়ে তাদের জুতা- প্যান্ট দেখতে পায়। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের নিথর দেহ উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খাদেমুল বাহার আবেদ জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। শিশুদের পরিবারের কেউ আমাদের মৌখিক বা লিখিতভাবে কিছু অবগত করেনি।

(ঢাকাটাইমস/৩১মে/এসএ)