ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মরিনহো
প্রকাশ | ০১ জুন ২০২৩, ১৫:৩১
উয়েফা ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার কাছে টাইব্রেকারে হেরে শিরোপার স্বপ্ন শেষ হয়েছে হোসে মরিনহোর রোমার। আর তাতেই ইতালিয়ান ক্লাবটিতে তার কোচিং ক্যারিয়ার নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। অবশ্য মরিনহো নিজেও অতিমাত্রায় পরিশ্রান্ত হয়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন।
স্প্যানিশ দলটি ৪-১ গোলে পেনাল্টিতে জয়ী হয়ে সপ্তমবারের মত ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলেছে।
এই পরাজয় ৬০ বছর বয়সী মরিনহোর জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা। কারন আগের পাঁচ ইউরোপীয়ান ফাইনালেই তিনি জয়ের স্বাদ পেয়েছেন। এর মধ্যে গত বছর প্রথমবারের মত অনুষ্ঠিতব্য উয়েফা কনফারেন্স লিগের শিরোপাও রয়েছে। ম্যাচ শেষে তাৎক্ষনিক প্রতিক্রিয়া মরিনহো বলেছেন, ‘প্রতিবার ক্লাবের হয়ে লড়াই করতে করতে কোচ হিসেবে আমি সত্যিই এখন বেশ পরিশ্রান্ত।’
মরিনহো অবশ্য গণমাধ্যমে বলেছেন এই মুহূর্তে ভবিষ্যতের বিষয়টি ততটা গুরুত্বপূর্ণ নয়। মৌসুমের শেষে ছুটিতে যেতে চান বলে জানিয়েছেন মরিনহো। এই মুহূর্তে সিরি-এ লিগে রোমা ষষ্ঠ স্থানে রয়েছে, হাতে রয়েছে আর একটিমাত্র ম্যাচ।
(ঢাকাটাইমস/০১জুন/এমএম)