শেষ কার্যদিবসে ডিএসইতে সূচকে উত্থান, কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জুন ২০২৩, ১৫:৪৭ | প্রকাশিত : ০১ জুন ২০২৩, ১৫:৪১

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন কমেছে লেনদেন। এছাড়া অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৬৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, দর কমেছে ৭১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮৮টির।

বৃহস্পতিবার ডিএসইতে ৯৯৭ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২০০ কোটি ৮২ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৯৮ কোটি ৬৫ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৫৫ পয়েন্টে।

বৃহস্পতিবার সিএসইতে ২৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭০টির দর বেড়েছে, কমেছে ৫০টির এবং ১২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/১জুন/এজে)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :