ইতালির তরিনোতে জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রকাশ | ০১ জুন ২০২৩, ১৬:০৬ | আপডেট: ০১ জুন ২০২৩, ১৬:০৮

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইতালির তরিনো যুবদল।

মঙ্গলবার বিকালে স্থানীয় বাংলাফুড রেস্টুরেন্টে তরিনো বিএনপির প্রতিষ্ঠাতা উপদেষ্টা এবিএম আসাদুল্লাহের সভাপতিত্বে এবং যুবদলের রিমন আহমেদের পরিচালনায় শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সহ সাধারণ  কামরুল হাসান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- তরিনো বিএনপির সহসভাপতি রণজিৎ পাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপি নেতা মোক্তার খান, সহ সভাপতি হুমায়ুন কবির, কামাল উদ্দিন, অ্যাডভোকেট আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শিবলু মোশারফ, সহ সাধারণ সম্পাদক রিপন সরকার, শামিমুল হুদা, মিজানুর রহমান, আলেক্সান মোল্লা, রায়হান মোল্লা, আয়াত আলী মাসুদ, সহ তরিনো বিএনপি যুবদল নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের আত্মজীবনী উপর আলোচনা করেন এবং দলের জন্য তিনি কি করেছিলেন তা উল্লেখ করা হয়।
পরিশেষে মরহুমের মাগফেরাত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি তারেক রহমানের সুস্থতা কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি গঠে।

(ঢাকাটাইমস/০১জুন/এসএ)