৪৬১ রানের লক্ষ্য পেল বাংলাদেশ 'এ' দল
প্রকাশ | ০১ জুন ২০২৩, ১৮:১৮
সিলেটে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২২১ রানে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে জয়ের জন্য ৪৬১ রানের টার্গেট পেল স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ততটাও ভালো হয়নি সফরকারীদের। ৩৪ বলে ২০ রানে ফেরেন ম্যাকেঞ্জি। দ্বিতীয় উইকেটে নেমে মাত্র ২ রান করেন ম্যাকক্যাসকিরে। আর অ্যালিক অ্যাথানাজ আউট হওয়ার পূর্বে করেন ৩৩ বলে ২৭ রান।
চতুর্থ উইকেট জুটিতে চাপ সামলে নেন ওপেনার চ্যাজনারায়ন চন্দরপল ও দলনেতা জশুয়া ডি সিলভা। ৪০ বলে ৪৭ রানে ফেরেন সিলভা। এছাড়া রেইমন রেইফার করেন ২০ রান। ফিফটু পূরণের পর ৮৩ রানে অপরাজিত থাকেন চন্দরপল। আর ২১ বলে ২৮ রানেন অপরাজিত থাকেন তেভিন। ফলে ৫ উইকেটে ২২০ রানে ইনিংস ঘোষণা করেন উইন্ডিজ।
শেষ বিকেলে ৪৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪৭ রান তুলে বাংলাদেশ। ২৮ রনে মাহমুদুল হাসান জয় ও ১৪ রানে জাকির হাসান অপরাজিত থাকেন।
এর আগে দিনের শুরুতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ১৫৭ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশ। শেষ তিন উইকেটে বাংলাদেশের ইনিংসে যোগ করে ৪৮ রান।
(ঢাকাটাইমস/০১জুন/এমএম)