দুর্নীতির দায়ে সেনেগালের বিরোধী দলের নেতার দুই বছরের কারাদণ্ড

প্রকাশ | ০১ জুন ২০২৩, ১৯:৪৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

সেনেগালের বিরোধীদলীয় নেতা উসমানে সোনকোকে দুর্নীতির দায়ে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

শাস্তির অর্থ হল সোনকো, যার একটি বৃহৎ যুব অনুসারী রয়েছে এবং তিনি পাসতেফ পার্টির (প্যাট্রিয়টস অব সেনেগাল ফর এথিক্স, ওয়ার্ক অ্যান্ড ফ্রাটারনিটি) এর নেতা, তিনি দেশের আসন্ন ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার যোগ্য হবেন না।

রেডিও সেনেগালাইজ জানিয়েছে, আদালত সোনকোকে ধর্ষণসহ অন্যান্য অভিযোগ থেকে খালাস দিয়েছে।

সোনকো আগে বলেছিলেন, ধর্ষণের অভিযোগটি রাষ্ট্রপতি ম্যাকি সাল সরকারের রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

(ঢাকাটাইমস/১জুন/এসএটি)