আলফাডাঙ্গায় মৎস্যজীবী লীগের নতুন কমিটি
প্রকাশ | ০১ জুন ২০২৩, ২২:৫১
ফরিদপুরের আলফাডাঙ্গায় মৎস্যজীবী লীগের ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির কথা জানানো হয়।
কমিটিতে মো. ইরান মোল্যাকে আহ্বায়ক, লিটন বিশ্বাস, মো. ইকলাস ফকির ও মো. ইসমাইল হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ২৭ জনকে সদস্য করে মোট ৩১ বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য সদস্যরা দলের জেলা শাখার সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সেইসঙ্গে তারা যেন নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন সে ব্যাপারে সবার কাছে দোয়া চেয়েছেন।
(ঢাকাটাইমস/০১জুন/এমআই/কেএম)