কুয়াকাটায় ডুবে যাওয়া দুই পর্যটককে উদ্ধার করলো ট্যুরিস্ট পুলিশ
প্রকাশ | ০২ জুন ২০২৩, ১২:৫৭ | আপডেট: ০২ জুন ২০২৩, ১৩:৩৩

কুয়াকাটা সমুদ্র সৈকতে ডুবে যাওয়া দুই পর্যটককে উদ্ধার করলো ট্যুরিস্ট পুলিশ।
c জানায়, সম্প্রতি সাতার না জানা পর্যটকরা গোসল করতে নেমে প্রবল জোয়ারের কারণে সাগরের কিনারা থেকে বেশ দূরে চলে গেলে বিষয়টা ডিউটিরত ট্যুরিস্ট পুলিশের নজরে আসে। এসময় তারা হাতের ইশারায় সাহায্য চাইলে ট্যুরিস্ট পুলিশ স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্বারকর্মী লিটন, ফেরদৌস, রাব্বানীসহ তাৎক্ষণিক ওয়াটার বাইকযোগে প্রায় ডুবন্ত পর্যটকদের উদ্ধার করে।
উদ্ধারকৃতরা হলেন- ঢাকার বসুন্ধরার হামিদ আলি ওয়াজেদের ছেলে মো. রাশিক(২৭) ও কুড়িলের হেমায়েত উদ্দিনের ছেলে মো. মেজবাহ উদ্দিন(২৮)।
তাদের উদ্বার করে তুলাতলি সরকারি হাসপাতালে পাঠানো হয়। এখন তাদের শারীরিক অবস্থা ভালো আছে।
(ঢাকাটাইমস/০২জুন/এমএইচ/এফএ)