মিসরে বালু ঝড়ের আঘাতে বিলবোর্ড ধস, নিহত ১

প্রকাশ | ০২ জুন ২০২৩, ১৬:৪৭ | আপডেট: ০২ জুন ২০২৩, ১৬:৫৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

মিসরের রাজধানী কায়রোতে বৃহস্পতিবার প্রচণ্ড বালু ঝড়ের আঘাতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কায়রোর ৬ অক্টোবর ব্রিজে বিলবোর্ড ভেঙে পড়ায় হতাহতের ঘটনা ঘটেছে।

দেশব্যাপী বেশ কিছু সড়ক দুর্ঘটনারও খবর পাওয়া গেছে, কিছু লোক আহত হয়েছে কিন্তু কোনো প্রাণহানি হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মিসরীয় আবহাওয়া অথরিটির রিমোট সেন্সিং সেন্টারের প্রধান ইমান শেকার বলেছেন, পশ্চিম মরুভূমি অঞ্চলে একটি তাপীয় নিম্নচাপের কারণে সৃষ্ট ঝড়ের ফলে দেশব্যাপী অনেক রাস্তা, বন্দর এবং সৈকত বন্ধ হয়ে যায়।

শেকার বলেন, ‘ঝড়ের কারণে কিছু জায়গায় সম্পূর্ণ দৃষ্টিশক্তির অভাব দেখা দিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ছিল কায়রো, সুয়েজ, ইসমাইলিয়া এবং সিনাই উপদ্বীপ।’

পশ্চিম মরুভূমি অঞ্চলে গঠিত তাপীয় নিম্নচাপটি সাধারণত তথাকথিত ‘খামাসিন বায়ু’ এর সঙ্গে থাকে একটি শুষ্ক, গরম এবং বালুকাময় বাতাস যা সাধারণত বসন্তে মিসরে প্রবাহিত হয়।

বর্তমান বালির ঝড় এবং তাপপ্রবাহ শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে বলে শেকার জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২জুন/এসএটি)