শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
প্রকাশ | ০২ জুন ২০২৩, ২০:১১
গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বিকালে শ্রীপুর পৌরসভার লোহাগাছ মোল্লা বাড়ি মসজিদের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
নিহত অজ্ঞাত যুবকের আনুমানিক বয়স ৪০ বছর। পরনে লুঙ্গি ও শার্ট ছিলো।
শ্রীপুর রেলওেয়ের স্টেশন মাষ্টার ছাইদুর রহমান বলেন, লাশ উদ্ধারের জন্য পুলিশকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় জানার
চেষ্টা চলছে বলেও তিনি জানান।
(ঢাকাটাইমস/০২জুন/এসএ)