হেফাজত নেতা মাওলানা ইয়াহইয়া আর নেই

প্রকাশ | ০৩ জুন ২০২৩, ১০:০০ | আপডেট: ০৩ জুন ২০২৩, ১০:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইয়াহইয়া (৭৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার মাওলানা ইয়াহিয়ার ছেলে মাওলানা মোহাম্মদ জুনাইদ এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন।

গত বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী মাদরাসায় অসুস্থ হয়ে পড়লে মাওলানা ইয়াহইয়াকে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে একই দিন রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

মাওলানা ইয়াহইয়া ১৯৪৭ সালে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার অন্তর্গত আলমপুর গ্রামের কাজী সালেহ আহমদ বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি। এর আগে দীর্ঘদিন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ছিলেন হেফাজতের প্রয়াত কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফী।

ঢাকাটাইমস/০৩জুন/ইএস