রাজধানীর মগবাজার-মালিবাগ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

প্রকাশ | ০৩ জুন ২০২৩, ১০:২২ | আপডেট: ০৩ জুন ২০২৩, ১০:৪৪

অনলাইন ডেস্ক

পাইপ লাইনের জরুরি কাজের জন্য রাজধানীর মগবাজার-মৌচাক-মালিবাগ ও তৎসংলগ্ন এলাকায় আজ আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস জানায়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন অথবা অপসারণ কাজের জন্য আগামী ৩ জুন (শনিবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিএন্ডডি কলোনি এলাকা।

এছাড়াও এই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ রাখা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
(ঢাকাটাইমস/০৩জুন/ইএস)