আফগানিস্তানের লক্ষ্য সিরিজ জয়, শ্রীলংকার সমতা

প্রকাশ | ০৩ জুন ২০২৩, ১৯:৫৪

ক্রীড়া ডেস্ক
ঢাকা টাইমস

ব্যাটিং-বোলিং অলরাউন্ড নৈপুণ্যে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পাওয়া আফগানিস্তান ক্রিকেট দল দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চায়। আগামীকাল দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নামবে আফগানিস্তান। অন্যদিকে দ্বিতীয় ওয়ানডেতে ঘুড়ে দাঁড়িয়ে সিরিজে সমতা লক্ষ্য শ্রীলংকার। 
হাম্বানটোটায় প্রথম ওয়ানডেতে সহজ জয় পায় আফগানিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করে চারিথ আসালঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভার জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৬৮ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। ১২টি চারে ৯৫ বলে ৯১ রান করেন আসালঙ্কা। ৫টি চারে ৫১ রান করেন ডি সিলভা। আফগানিস্তানের ফজলহক ফারুকি-ফরিদ আহমেদ ২টি করে উইকেট নেন।
জবাবে ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমত শাহর জোড়া হাফ-সেঞ্চুরিতে ১৯ বল বাকী রেখেই জয়ের নিশ্চিত হয় আফগানিস্তানের। ওয়ানডেতে আট বারের দেখায় শ্রীলংকার বিপক্ষে  তৃতীয়  জয় পায় আফগানিস্তান।
এখন পর্যন্ত ওয়ানডেতে আটবারের মুখোমুখিতে ৪টিতে শ্রীলংকা এবং ৩টিতে জয় পেয়েছে আফগানিস্তান। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
শ্রীলংকা দল: 
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুণারত্নে, দুশান হেমন্ত, হাসরাঙ্গা ডি সিলভা, লাহিরু কুমারা, দশুমন্থ চামিরা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা ও মহেশ থিকশানা।
আফগানিস্তান দল: 
হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, আব্দুল রহমান, ফজলহক ফারুকি ও ফরিদ আহমেদ মালিক।

(ঢাকাটাইমস/০৩জুন/এমএম)