এবার অফিস পাচ্ছে উত্তর আ.লীগ

প্রকাশ | ০৩ জুন ২০২৩, ২০:১৩ | আপডেট: ০৩ জুন ২০২৩, ২০:১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসের পাশেই ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অফিস করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালায় উদ্বোধন করার পরে সুধী সমাবেশে যোগ দিয়ে একথা জানান শেখ হাসিনা।

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার ট্রাক স্ট্যান্ডের উত্তর পাশে কার্যালয়টির উদ্বোধন করা হয়। তেজগাঁওয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ভবনেই ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করার অনুমতি দেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ভবন একইসঙ্গে দলীয় কার্যালয়েরও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এবং সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অফিস নাই। তাদেরও অফিস দেওয়া হবে। এখানে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসের পাশেই ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অফিস করা হবে। শুধু ঢাকার জেলায় নয়, দেশের প্রতিটা উপজেলায় আওয়ামী লীগের অফিস করা হবে। এজন্য জমি নিতে হবে। অফিস করলে মাসে মাসে ভাড়া  দিতে হবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, সংগঠনকে (আওয়ামী লীগ) আরও শক্তিশালী করতে হবে। যাতে করে দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

‘যুক্তরাষ্ট্র স্যাংশন দিলে কিছু আসে যায় না’ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, কে কী করলো বা স্যাংশন দিলো তাতে আমাদের কিছু আসে যায় না। আটলান্টিক মহাসাগরের দেশ আমেরিকা। ২০ ঘণ্টা বিমানে জার্নি করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় যেতে হয়। পৃথিবীতে অনেক দেশ আছে আমেরিকায় না গেলে কিছু হবে না।

‘আগামী অর্থবছরের (২০২৩-২৪) প্রস্তাবিত বাজেট নিয়ে অনেকেই সমালোচনা করেন, কিন্তু আমরা বাজেট বাস্তবায়ন করতে পারবো বলেই এই বাজেট দিয়েছি। আওয়ামী লীগ জনগণের দল, জনগণের জন্যই কাজ করে।’ বলেন শেখ হাসিনা।

(ঢাকাটাইমস/০৩জুন/জেএ/কেএম)