রিয়াল অধ্যায় শেষ করিম বেনজেমার

প্রকাশ | ০৪ জুন ২০২৩, ১৭:১২

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

রিয়াল ছাড়ছেন কিংবা রিয়ালেই থাকছেন- কয়েকদিন ধরে দু-ধরনের খবরই প্রকাশ করছিল ক্রীড়াভিত্তিক বিভিন্ন গণমাধ্যমগুলো। এবার আর সংবাদে থাকছে না ভিন্নতা। অবশেষে রিয়াল মাদ্রিদ ছেড়েই দিলেন ফরাসি তারকা করিম বেনজেমা। এর মাধ্যমে দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক ছিন্ন হলো বেনজেমা-রিয়ালের।

সম্প্রতি করিম বেনজেমার রিয়াল মাদ্রিদ ছাড়ার খবরটি এক বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। বেনজেমার সম্ভাব্য গন্তব্য সৌদি প্রো লিগ।

এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, 'রিয়াল মাদ্রিদ এবং দলনেতা করিম বেনজেমা ক্লাবের একজন খেলোয়াড় হিসেবে তার উজ্জ্বল এবং অবিস্মরণীয় সময় শেষ করতে সম্মত হয়েছেন। ক্লাবে অবস্থান কালে তিনি পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।'

সৌদি ক্লাব আল ইত্তিহাদ নাকি করিম বেনজেমাকে দুই মৌসুমের জন্য ৪০০ মিলিয়ন ইউরো বেতনে চুক্তির প্রস্তাব দিয়েছে। মূলত সেই প্রস্তাবেই সাড়া দিয়েছেন ৩৬ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার।

উল্লেখ্য, ২০০৯ সালে রিয়ালে যোগদান করেন বেনজেমা। ক্লাবটির হয়ে ৬৪৭টি ম্যাচ খেলেকরেছেন ৩৫৩টি গোল। ক্লাব জার্সিতে জিতেছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৪টি ইউরোপিয়ান সুপার কাপ, ৪টি লা লিগা, ৩টি কোপা দেল রে এবং ৪টি স্প্যানিশ সুপার কাপ।

(ঢাকাটাইমস/০৪জুন/এমএম)