রাজের সঙ্গে শারীরিক মানসিক কোনো সম্পর্কই নেই: পরীমনি
প্রকাশ | ০৪ জুন ২০২৩, ১৭:২৯
বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে ঢালিউডের বিতর্কিত জুটি শরীফুল রাজ ও পরীমনির। অভিনেত্রী নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন। পরীমনি জানিয়েছেন, রাজের সঙ্গে তার শারীরিক মানসিক কোনো সম্পর্কই বর্তমানে নেই। এও জানান, গত ২০ মে রাজ তার জিনিসপত্র নিয়ে পরীমনির বাসা থেকে বেরিয়ে গেছেন। এরপর আর কোনো যোগাযোগ রাখেননি।
তারই মাঝে গত ২৯ মে মধ্যরাতে রাজের ফেসবুক থেকে সুনেরাহ বিনতে কামাল, নাজিফা তুষি ও তানজিন তিশার কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস হয়। সেটির ব্যাকগ্রাউন্ডে রাজকে কথা বলতে শোনা যায়। ভিডিওতে অভিনেত্রী কথাবার্তা ছিল খুবই অশ্লীল। এই ঘটনায় পর পরীমনিকে সন্দেহ করেন রাজ। সেইসঙ্গে তার সঙ্গে সংসার করতে রাজি নন বলেও জানান।
যদিও পরীমনির বাসা থেকে বেরিয়ে আসা প্রসঙ্গে রাজ দেশের গণমাধ্যমের কাছে দাবি করেন, ‘আমি বাসা থেকে কেন বেরিয়ে এসেছি, পরী ভালো করে জানে। কীভাবে বেরিয়ে এসেছি, কেন বেরিয়ে এসেছি, তা-ও সে ভালো করে জানে। ওই দিন বাসায় তার ও আমার পরিচালক গুরু গিয়াস উদ্দিন সেলিম ছিলেন। সঙ্গে তার স্ত্রীও ছিলেন।’
এদিকে পরীমনি বলেন, ‘রাজ বাইরে ছিল। সেলিম ভাই ও তার বউ তাকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। সম্ভবত, এটি গত ২০ মের ঘটনা। আসার আগে সেলিম ভাই আমাকে ফোন দিয়ে বলেন, আমি রাজকে সঙ্গে করে নিয়ে তোমার বাসায় আসছি। এসে বলেন, রাজ তো তোমার সঙ্গে থাকতে চায় না। বিচ্ছেদের ব্যাপারে চিন্তা করতে পারো। আমি বললাম, ও আমার সঙ্গে থাকতে চায় না, তাহলে ও–ই আমাকে ডিভোর্স দিক। আমি কেন দিতে যাবো।’
পরে সেলিম ভাই বলেন, ‘যদি তোমাদের বিচ্ছেদ হয়ে যায়, তাহলে বাচ্চাকে দেখভাল করতে কীভাবে কী করবে, চিন্তাভাবনা করে দেখো। আমি বললাম, বাচ্চা আমার কাছেই থাকবে। তবে বিচ্ছেদের পর অবশ্যই সে বাচ্চা দেখতে আসতে পারবে। তবে অস্বাভাবিক সময় বাসায় আসলে বাচ্চাকে দেখতে দেব না। যদি রাত চারটায় আসে, ভোরবেলায় আসে, তাহলে তো বাচ্চা দেখতে দেয়ার সুযোগই নাই। সঠিক সময়ে সে বাচ্চা দেখতে আসতেই পারে।’
পরীমনি আরও বলেন, ‘এসব বিষয় নিয়ে ওই রাতে সেলিম ভাইয়ের সঙ্গে আমার অনেক কথা কাটাকাটি হয়। রাজের সঙ্গেও হয়েছে। কারণ, ওই দিন বিভিন্নজনের সঙ্গে মিলিয়ে রাজ আমার চরিত্র নিয়ে অনেক কথা তুলেছিল। একটা পর্যায়ে সেলিম ভাই, তার বউসহ রাজ তার সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। এরপর আর আসেনি।’
এতদিন তাদের মধ্যে যে ভালোবাসা চলছিল, সেটা লোক দেখানো বলে জানান পরীমনি। তার কথায়, ‘এগুলো ছিল রাজের লোক দেখানো। আমার কোনো অনুষ্ঠান থাকলে সঙ্গে সে যেত। কিছুদিন আগে আমি হাসপাতালে ছিলাম, আমাকে দেখতেও যায়নি সে। আমার সঙ্গে তার এখন শারীরিক, মানসিক কোনো সম্পর্কই নাই।’
নায়িকা জানান, ‘আমি যখন হাসপাতালে, তখনই বাসায় রাজ তার জিনিসপত্র গুছিয়ে রেখেছিল। আগেই প্রস্তুত ছিল বাসা থেকে বেরিয়ে যাবে। সম্পর্ক রাখবে না। এভাবে তো আর সংসার, সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়।’
তাহলে কি বিচ্ছেদের দিকে যাচ্ছে আপনাদের সংসার? উত্তরে পরীমনি বলেন, ‘ও তো আমাকে ছেড়ে চলেই গেছে, বিচ্ছেদ তো হয়েই গেছে। আমি আর কল্পনাতেও ভাবতে চাই না শরীফুল রাজ আমার স্বামী। একটা মানুষ চলে গেলে তো আর ধরে রাখা যায় না।’
পরীমনি আরও বলেন, ‘রাজ এখন বলে কী, আমাদের বিয়ের কাবিননামা নাকি ভুল। আমাদের নাকি ঠিকঠিক বিয়েই হয়নি। যে এভাবে বলতে পারে, সে ভয়ংকর মানুষ। তার সঙ্গে থাকা যাবে না। আমি চাই সে আমাকে তালাক দিয়ে দিক। আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগবে। আমি রাজের বউ, এটি আর শুনতে চাই না।’
রাজকে দায়ী করে পরীমনি বলেন, ‘রাজ আমার বাচ্চার বাপ, সেটা অস্বীকার করা যাবে না। আমরা একে অপরের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আমাদের সন্তানের জন্য আফসোস হয়ে থাকবে, বাবা-মাকে নিয়ে সুখী জীবন পাচ্ছে না আমাদের সন্তান। এর জন্য দায়ী রাজ। আমাকে দোষ দেয়ার কোনো সুযোগ নাই। এই সংসার টেকানোর জন্য আমি কী পরিমাণ চেষ্টা করেছি, তা রাজও জানে।’
সন্তানের দিকে তাকিয়ে রাজ যদি আবার ফিরে আসেন, তাহলে তাকে গ্রহণ করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন পরীমনি। অভিনেত্রী বলেন, ‘যে তার স্ত্রী ও বাচ্চার মায়ের চরিত্র নিয়ে নেতিবাচক কথা বলতে পারে, তার আর ফিরে আসার সুযোগ নেই।’
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। সেই খবর নায়িকা প্রকাশ করেন গত বছরের ১০ জানুয়ারি। সেদিন এক ফেসবুক পোস্টে পরীমনি এও জানান, তিনি রাজের সন্তানের মা হতে চলেছেন। সেই অপেক্ষা শেষ হয় গত বছরের ১০ আগস্ট। জন্ম হয় রাজ-পরীর সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর। কিন্তু সন্তানের এই বন্ধনেও টিকছে না রাজ-পরীর সংসার।
(ঢাকাটাইমস/৪জুন/এলএম/এজে)