বড় জয়ে সিরিজ সমতায় লঙ্কানরা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ১৮:২৯

হাম্বানতোতায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ১৩২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় ফিরল স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৩ রান তুলে লঙ্কানরা। জবাবে খেলতে নেমে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস।

রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। ১২ বলে মাত্র ২ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তবে দ্বিতীয় উইকেটে দারুণ খেলতে থাকেন রহমত শাহ ও ইব্রাহিম জাদরান। দলনেতা হাসমতউল্লাহ শহিদিও রান পেয়েছেন। এই তিন ব্যাটারের দুজনই ফিফটি পূরণ করেছেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন শহিদি। এছাড়া ইব্রাহিম ৫৪ ও রহমত ৩৬ রান করেন।

পরবর্তী সাতজন ব্যাটারের মধ্যে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র একজন। ৩১ বল খেলে ২৮ রান করেন বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। এছাড়া নাজিবুল্লাহ জাদরান ২, মোহাম্মদ নবি ২ ও নুর আহমেদ ৩ রান করেন। আর রানের খাতায় খুলতে পারেননি মুজিব, ফরিদ ও ফারুকি।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান দলনেতা দাসুন শানাক। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় স্বাগতিকদের। ওপেনিং জুটিতে আসে ৮২ রান। ৫৬ বলে ৪৩ রানে আউট হন পাথুম নিশানকা। অন্যদিকে ফিফটি পূরণের পর ৫১ রানে থেমেছে দিমুথ করুনারত্নে।

তৃতীয় উইকেট জুটিতে সামারাবিক্রমা ও কুশল মেন্ডিস মিলে গড়েছেন ৮৮ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় স্বাগতিকরা। ৪৬ বলে ৪৪ রান করেন সাদেরা সামারাবিক্রমা। আর কুশল মেন্ডিস ফিফটি পূরণের পর থেমেছেন ৭৫ বলে ৭৮ রানে। এছাড়া চারিথ আশালাঙ্কা ৬ ও দলনেতা শানাকা ২৩ রান করেন।

আর শেষদিকে ধনঞ্জয়া ডি সিলভা ২৪ বলে ২৯ রানে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ১২ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/০৪জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :