বগুড়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

প্রকাশ | ০৪ জুন ২০২৩, ১৮:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বগুড়া জেলার আদমদীঘির ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যানচালক তৈয়ব আলীকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা মামলার আসামি মো. রকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে  রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। সোমবার দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, রবিবার দিবাগত সাড়ে ১১টার দিকে  রাজধানীর মোহাম্মদপুর থানার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় অভিযান চালায়। অভিযানে বগুড়ার ভ্যান ছিনতাইয়ের জন্য ভ্যানচালক তৈয়ব আলীকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা মামলার আসামি মো. রকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত রকিব হাসানের বরাত দিয়ে র‌্যাব-৩ এর  অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছেন। বগুড়ার  আদমদীঘি থানা এলাকায় ভ্যান ছিনতাইয়ের জন্য  রাকিব ও তার অন্যান্য সহযোগীরা যোগসাজসে ভ্যান চালক তৈয়ব আলীকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করে একটি রাস্তার পাশে ফেলে রাখে। হত্যার পর রকিব ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে মৃত তৈয়ব আলীর ব্যাটারি চালিত ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে মৃত তৈয়ব আলীর ছেলে বাদী হয়ে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায়  অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। মামলার তদন্ত শেষে ওই  মামলায়  গ্রেপ্তার রাকিবুলকে ঘটনার সাথে জড়িত থাকার তথ্য উদ্্ঘটন করে । মামলা হওয়ার পর থেকে গ্রেপ্তারকৃত রাকিবুল রাজধানীতে পলাতক জীবন যাপন করতে শুরু করে। তার পলাতক থাকা অবস্থায় তথ্য প্রযুক্তির মাধ্যমে র‌্যাব তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. রকিবুল হাসান বগুড়া জেলার কাহালু থানার কবমজাপাড়া গ্রামের মো. আবু তাহেরের ছেলে।

(ঢাকাটাইমস/০৪জুন/এএ/কেএম)