এবার নায়ক ফারুকের আসনে প্রার্থী হতে চান হিরো আলম
প্রকাশ | ০৫ জুন ২০২৩, ১৪:১৪ | আপডেট: ০৫ জুন ২০২৩, ১৪:৫৭

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্যঘোষিত অভিজাত এলাকা ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে চান আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।
আজ সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানান তিনি।
হিরো আলম বলেন, ‘আজ বিকাল ৩টায় নির্বাচন কমিশন থেকে নমিনেশন ফর্ম কিনব। ফারুক ভাই একজন মহান নায়ক। তার চলে যাওয়া আমাদের জন্য অনেক বড় ক্ষতি। তার অনেক উন্নয়ন কাজ অসমাপ্ত থেকে গেছে। আমি সেই কাজগুলো সমাপ্ত করতে চাই।’
ঢাকার মানুষ কেন আপনাকে ভোট দেবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আমাকে সারাদেশের মানুষ ভালোবাসেন। আমি খুব কষ্ট করে এই অবস্থানে এসেছি। ঢাকায় নির্বাচন করে প্রমাণ করতে চাই, মানুষ আমাকে কত ভালোবাসে। আমার বিশ্বাস ঢাকার ভোটাররাও আমাকে ভোট দেবেন।’
আগামী জাতীয় নির্বাচনেও কী ঢাকা থেকে প্রার্থী হবেন- জানতে চাইলে হিরো আলম বলেন, ‘জাতীয় নির্বাচনে আমি ঢাকা থেকে নয়, বগুড়া থেকে নির্বাচনে অংশ নেব।’
এর আগে, গত ফেব্রুয়ারিতে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেন হিরো আলম। তিনি বগুড়া-৬ আসনে অনেক ভোটে হারলেও বগুড়া-৪ আসনে জাসদের প্রার্থীর কাছে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হন।
(ঢাকাটাইমস/৫জুন/এলএম/এফএ)