সৌদি আরবেই যাচ্ছেন বেনজেমা!

প্রকাশ | ০৫ জুন ২০২৩, ১৭:৪৫ | আপডেট: ০৫ জুন ২০২৩, ১৮:০৫

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

রিয়াল ছেড়ে যাবেন না বলার পরও রিয়াল মাদ্রিদ ছাড়লেন ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। এরপর শুরু হয় তাকে নিয়ে টানাটানি। তবে রিয়াল ছাড়ার এক দিনের মধ্যেই জানা গেল তার গন্তব্য। শেষ পর্যন্ত সৌদি আরবেই গেলেন তিনি। দলবদল বিষয়ে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানো এমন তথ্যই প্রকাশ করেছেন।

নিজের অফিসিয়াল ফেসবুকে পোস্টে রোমানো লেখেন, ‘সৌদি ক্লাব আল-ইত্তিহাদের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন করিম বেনজেমা। আগামী ২০২৫ সাল পর্যন্ত সেখানেই খেলবেন তিনি। ইত্তিহাদ ক্লাব থেকে ২০০ মিলিয়ন ইউরোর সঙ্গে বাণিজ্যিকভাবে লভ্যাংশ পাবেন বেনজেমা।’

উল্লেখ্য, ২০০৯ সালে অলিম্পিক লিও থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন করিম বেনজেমা। মাদ্রিদের হয়ে জিতেছেন সর্বোচ্চ ২৫টি শিরোপা। এর মধ্যে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচটি ক্লাব বিশ্বকাপ; চারটি করে লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ এবং তিনটি কিংস কাপ।

(ঢাকাটাইমস/০৫জুন/এমএম)