১৬ যুগ্মসচিবকে বদলি

প্রকাশ | ০৫ জুন ২০২৩, ১৯:২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

যুগ্মসচিব পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মুসাকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত নাজমা শেখকে এনটিএমসি’র সদস্য, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মো. আহসান কবীরকে বিসিকের পরিচালক, বিআরডিবির পরিচালক মো. ইসমাঈল হোসেনকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব আবু হেনা মোস্তাফা জামানকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিপুল চন্দ্র বিশ্বাসকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালকে হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। 

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত যুগ্মসচিব চৌধুরী মো. হামিদ আল মাহবুবকে জাতীয় চিত্রশালা এবং জাতীয় সংগীত ও নৃত্যুকলা কেন্দ্রের সম্প্রসারণ ও অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত ড. মো. মশিউর রহমানকে টিএসসি (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণ নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া অন্য আরেক প্রজ্ঞাপনে স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব ড. এ কে পারভেজ রহিমকে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিপ্তরের মহাপরিচালক, এনটিআরসিএ’র সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীনকে আইএমইডির মহাপরিচালক এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফয়েজ আহাম্মদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

তাছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মো. রেজাউল করিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, আইডিইএ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পিপিপি’র মহাপরিচালক ড. মো. জাহেদুল হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। আর Enhanching digital goverment and economy শীর্ষ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ মেহেদী হাসানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ঢাকাটাইমস/০৫জুন/এসএস/ ইএস