নগদের সঙ্গে যুক্ত হলেন পরীমনি
প্রকাশ | ০৫ জুন ২০২৩, ১৯:৪৩

দাম্পত্য জীবনের কোলাহলের মাঝেই নতুন সু-খবর দিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান 'নগদ’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
রবিবার রাতে নিজের সোস্যাল হ্যান্ডেলের এক পোস্টে বেশকিছু ছবি দিয়ে বিষয়টি জানিয়েছেন পরীমনি নিজেই। ছবির ক্যাপশনে 'বিশ্বসুন্দরী' খ্যাত এই নায়িকা লিখেছেন, ফিরলাম, নগদে। ছবিতে নগদের চুক্তিপত্রে স্বাক্ষর করতে দেখা যায় তাকে। এ সময় নগদের মার্কেটিং বিভাগের প্রধান সাদাত আহমেদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পরীমনি বলেন, 'নগদের সঙ্গে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলাম।' তবে কি নগদের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হলেন? ঢাকাটাইমসের এমন প্রশ্নে পরীমনি বলেন, 'সেটা এখনই বলা যাবে না। শিগগিরই বিস্তারিত জানানো হবে।'
উল্লেখ্য, গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত 'মা' সিনেমাটি। ১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন অরণ্য আনোয়ার। এর আগে গত ২০মে কান চলচ্চিত্র উৎসবে সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
(ঢাকাটাইমস/৫জুন/এলএম)