ঢাবি ছাত্রলীগের কর্মসূচি বয়কট করলেন গণমাধ্যমকর্মীরা

প্রকাশ | ০৬ জুন ২০২৩, ১৫:২৭ | আপডেট: ০৬ জুন ২০২৩, ১৫:৪৪

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সংগঠনটির কর্মসূচি বয়কট করেছেন গণমাধ্যমকর্মীরা।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছয় দফা দিবস স্মরণে আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন উপস্থিত ছিলেন।

ঘটনার পরপরই ঘটনাস্থলে প্রবেশ করেন আলোচনা সভার প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

উপস্থিত সাংবাদিক ও ছাত্রলীগ নেতারা জানান, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের বক্তব্যদানকালে ডিবিসি ও সময় টিভিসহ কয়েকটি চ্যানেলের ক্যামেরাপারসন সামনে গিয়ে ফুটেজ নিতে চাইলে সৈকত রেগে যান এবং ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে নানা ধরনের অসৌজন্যমূলক কথা বলেন।

এছাড়া সৈকতের অনুসারীরাও এ সময় হট্টগোল করেন। পরে তাৎক্ষণিক উপস্থিত গণমাধ্যমকর্মীরা কর্মসূচি বয়কট করে বের হয়ে যান।

পরবর্তীতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান দুঃখপ্রকাশ করলেও সাংবাদিকরা আর কর্মসূচিস্থলে উপস্থিত হননি।

(ঢাকাটাইমস/৬জুন/এসকে/এজে)