সাতক্ষীরায় হেরোইনসহ সাবেক ইউপি সদস্য আটক

প্রকাশ | ০৬ জুন ২০২৩, ১৫:৩৪ | আপডেট: ০৬ জুন ২০২৩, ১৫:৩৮

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস

সাতক্ষীরায় এক কেজি হেরোইন ও ৪ বোতল ভয়ঙ্কর মাদক এলএসডিসহ হাসানুজ্জামান (৪০) নামে সাবেক এক ইউপি সদস্যকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার ভোররাতে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত এলাকায় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হাসানুজ্জামান উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের কিসমত আলীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের কাছে খবর আসে সীমান্ত দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারি এর বিজিবি সদস্যরা মাদরা সীমান্তের চান্দা নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় ৪ বোতল (প্রতি বোতল ১০০ এমএল) ভারতীয় এবং ১ কেজি হিরোইনসহ তাকে আটক করা হয়।

আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি সোনাবাড়িয়া ইউপির একজন সাবেক সদস্য। বর্তমানে এলাকায় ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত।

এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির অধিনায়ক।

 

(ঢাকাটাইমস/০৬জুন/এসএ)