অক্টোবরে শুরু হচ্ছে মেগা ধারাবাহিক ‘অপারেশন বাংলাদেশ’ শুটিং

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুন ২০২৩, ১৯:৫৬

তিন শতাধিক সফল অভিযানের সত্য ঘটনা অবলম্বনে ‘অপারেশন বাংলাদেশ’ শিরোনামে হাজার পর্বের একটি মেগা-ধারাবাহিক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে ত্রিশুল ইন্টারন্যাশনাল। চলতি বছর অক্টোবর মাসেই এটির শুটিং শুরু হবে।

‘অপারেশন বাংলাদেশ’ শিরোনামে মেগা ধারাবাহিকটির প্রকল্প প্রয়োজক বলেন, ভারতে সিআইডি শিরোনামে একটি মেগা ধারাবাহিক প্রায় দুই যুগের বেশি সময় ধরে ব‍্যাপক জনপ্রিয়তার সঙ্গে টেলিভিশনে প্রচার হয়ে আসছে। ওই দেশের সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সিআইডি টিমের অধিকাংশ পর্ব। হিন্দি ভাষার পাশাপাশি এটি বাংলা ভাষাতেও ডাবিং করে প্রচার করছে ভারতীয় বাংলা চ্যানেল এবং একই জনপ্রিয়তা বজায় রেখে বাংলা ভাষাভাষীদের ড্রইংরুমে জায়গা করে নিয়েছে সিআইডি। একইভাবে বাংলাদেশেও সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে মানুষের একমাত্র আস্থা অর্জনকারী বাহিনীর সফল অপারেশ নির্ভর গল্পে নির্মিতব্য ‘অপারেশন বাংলাদেশ’ শিরোনামের এই মেগা ধারাবাহিকটি টেলিভিশন ও অনলাইনে প্রচার হলে এই বাহিনীর প্রতিও সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব বিস্তার করতে সক্ষম।

প্রয়োজক জানান, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে জনপ্রিয় ও দক্ষ নির্মাতাদের সমন্বয়ে গঠিত একটি পরিচালনা প্যানেল ধারাবাহিকটির নির্মাণের দায়িত্বে আছেন। এতে দেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা - অভিনেত্রী এবং একদল দক্ষ থিয়েটারকর্মী অভিনয় করবেন।

(ঢাকাটাইমস/৬জুন/এলএম)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :