পাঁচবিবিতে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

প্রকাশ | ০৭ জুন ২০২৩, ১১:০৫ | আপডেট: ০৭ জুন ২০২৩, ১২:৪৯

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

সম্প্রতি বাংলাদেশ রেলবিভাগে সংযুক্ত নতুন আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনসহ রূপসা, সীমান্ত ও নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে উপজেলাবাসী। বুধবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে পাঁচবিবি বণিক সমিতি, শিক্ষার্থী সমিতি, উপজেলাবাসীসহ বিভিন্ন ব্যানারে হাজার হাজার মানুষ দলমত নির্বিশেষে অংশগ্রহণ করে।

একই সঙ্গে পাঁচবিবি স্টেশনটি মডেল স্টেশনে রূপান্তরকরণ ও অনলাইনে টিকিট বিক্রয় সিস্টেম চালুর দাবিও করা হয়।

এ সময় বক্তব্য দেন পাঁচবিবি মহিলা কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম সরকার, জয়পুরহাট বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বণিক সমিতির সভাপতি শ্রী ভরত প্রসাদ গোয়ালা, সহ-সভাপতি মো. তাইজুল ইসলাম, সরাইল কলেজের প্রভাষক মো. শাহ্জাহান আলী, স্কুল শিক্ষক আব্দুল হাই, ফরহাদ হোসেন জুয়েল প্রমুখ।

(ঢাকাটাইমস/০৭জুন/এসএ)