চাঁদপুরে হিটস্ট্রোকে নারীর মৃত্যু
প্রকাশ | ০৭ জুন ২০২৩, ১৫:০১ | আপডেট: ০৭ জুন ২০২৩, ১৫:২৭

চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় নিলুফা বেগম (৫৫) নামে এক নারীর হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে গেলে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার চিকিৎসক বিপ্লব দাস তাকে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
নিলুফা বেগম চাঁদপুর শহরের ৩ নম্বর কয়লাঘাট এলাকার তকদীর হোসেন মাঝির স্ত্রী।
চিকিৎসক বিপ্লব দাস বলেন, নিলুফা বেগম অতিরিক্ত তাপ ও গরমে মাথা ঘুরে অচেতন হয়ে পড়লে তার স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত দেখতে পাই। আমাদের ধারণা তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।
হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, মঙ্গলবার দুপুরে অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পেরে বিভিন্নভাবে অসুস্থ হয়ে হাসপাতালের জরুরি বিভাগে ৯ থেকে ১০ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। এদের মধ্যে চাঁদপুর শহরের ৩ নম্বর কয়লাঘাট এলাকার তকদীর হোসেন মাঝির স্ত্রী নিলুফা বেগম হিটস্ট্রোকে মারা যান।
(ঢাকাটাইমস/০৭জুন/এসএ)