চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থানেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জুন ২০২৩, ১৫:৫৬ | প্রকাশিত : ০৭ জুন ২০২৩, ১৫:২৮

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন কমেছে লেনদেন। এছাড়া অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৪৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, দর কমেছে ৪৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৮টির।

বুধবার ডিএসইতে ৭৮২ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬ কোটি ৮৮ লাখ টাকার।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৩ পয়েন্টে।

বুধবার সিএসইতে ২১০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৪টির দর বেড়েছে, কমেছে ৪৬টির এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/৭জুন/এজে)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :