ঢাবির ‘ব্যবসায় শিক্ষা' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১১ দশমিক ৮৪%

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।
ফলাফল প্রকাশের সময় কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট' ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বছর ‘ব্যবসায় শিক্ষা ইউনিট'-এর ভর্তি পরীক্ষায় ৩৮হাজার ২শ' ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা ৪হাজার ৫শ' ২৬ জন। পাসের হার ১১.৮৪%। এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৫০টি।
ফলাফল যেভাবে জানা যাবে:
admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU BUS টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।
উত্তীর্ণদের করণীয়:
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে আগামী ১৮ জুন বিকাল ৩টা থেকে ০৬ জুলাই এর মধ্যে পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ১১ জুন থেকে ১৮ জুন তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে একই অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১১ জুন থেকে ১৮ জুন তারিখ পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
উল্লেখ্য, গত ১৩ মে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট'-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
(ঢাকাটাইমস/০৮জুন/এসকে/কেএম)
সংবাদটি শেয়ার করুন
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা এর সর্বশেষ

‘বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে দেশের শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা আজ ঐক্যবদ্ধ’

পবিপ্রবিতে ঘাসফুল বিদ্যালয়ের একযুগ পূর্তি

পিএইচডি থিসিসে জালিয়াতি, দুই ঢাবি শিক্ষকের পদাবনতি ৩ বছর স্থায়ী

‘সাংবাদিক বলে ছাত্রলীগের প্রোগ্রাম করবা না তা চলবে না’, বেদম পিটুনি শিক্ষার্থীকে

বেরোবিতে রিসার্চ মেথোডলজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাবিতে ‘টর্চার সেলে' ছাত্রলীগ নেতাকে মারধর, পিস্তল ঠেকিয়ে হুমকি

যৌন হয়রানির অভিযোগে আইবিএ শিক্ষক সাময়িক বরখাস্ত

অসদুপায় অবলম্বনের সাজা পেলেন ৯৯ ঢাবি শিক্ষার্থী

সহকর্মীকে মারধর করায় ঢাবি অধ্যাপক মেসবাহ্-উল ইসলামের পদাবনতি
