ঢাবিতে ‘আরবি ভাষা শিক্ষা’ বিষয়ক সেমিনার

প্রকাশ | ০৮ জুন ২০২৩, ১৭:৩০

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে “বাংলাদেশে বিদেশি ভাষা হিসেবে আরবি ভাষা শিক্ষা কার্যক্রম: সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক এক সেমিনার বৃহস্পতিবার ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদী সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের খণ্ডকালীন শিক্ষক মোহাম্মদ মুহসীন। আলোচনায় অংশ নেন ড. মোহাম্মদ আহসান উল্লাহ মিয়া।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ পেতে আরবি ভাষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আরবি ভাষা শুধু ধর্মীয় ভাষা হিসেবে বিবেচিত নয়, বরং বৈশ্বিক পর্যায়ে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এটি একটি অন্যতম শক্তিশালী মাধ্যম। তিনি আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে পঠন-পাঠন পদ্ধতির আধুনিকায়নের উপর গুরুত্বারোপ করেন।

ঢাকাটাইমস/০৮জুন/এসকে/ইএস