বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবে ইতালি

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ১৮:৩৯
অ- অ+

দ্বিপক্ষীয় অভিবাসন ব্যবস্থার আওতায় জাহাজ নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে সম্মত হয়েছে ইতালি। একই সঙ্গে ইউরোপের এই দেশটিতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সম্মত হয়েছে দুদেশ।

বুধবার (৭ জুন) রোমে অনুষ্ঠিত রাজনৈতিক পরামর্শে এ সিদ্ধান্তগুলো জানানো হয়।

ইতালির পক্ষ এ বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয় যে, বর্তমানে ফ্লুসি ডিক্রির অধীনে ৪৬ শতাংশ এরও বেশি কর্মী মৌসুমী এবং অ-মৌসুমী কাজের জন্য বাংলাদেশ থেকে ইতালিতে আসছে।

রোমে পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ে বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রথমবারের মতো রাজনৈতিক পরামর্শ অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে উভয় দেশ বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশের টেক্সটাইল খাতে প্রযুক্তিগত হস্তক্ষেপ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, আইসিটি, কৃষি, অভিবাসন এবং গতিশীলতাসহ একাধিক ক্ষেত্রে সম্পর্ককে আরও গভীর করতে এবং আরও সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মহাসচিব রিকার্ডো গুয়ারিগলিয়া আলোচনায় নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

রাজনৈতিক পরামর্শের আগে পররাষ্ট্র সচিব মোমেন এবং মহাসচিব গুয়ারিগলিয়া বাংলাদেশ ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে রাজনৈতিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

ইতালির পক্ষ রোহিঙ্গাদের আতিথেয়তা করার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে এবং তাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার এবং মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনে সমর্থন করার আশ্বাস দিয়েছে।

এছাড়াও ইতালি আইওআরএ এর সুযোগে ইন্দো-প্যাসিফিকের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। সূত্র: ইউএনবি।

ঢাকাটাইমস/০৮জুন/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত
আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’:  নাহিদ ইসলাম
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ভৈরবে বিক্ষোভ মিছিল
যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম, সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা