ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি লেবার পার্টির

প্রকাশ | ০৮ জুন ২০২৩, ১৮:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

আওয়ামী লীগ সরকার তাদের বিরোধী কণ্ঠ রোধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন করেছে মন্তব্য করে চলতি সংসদেই এই আইন বাতিলের দাবি জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ লেবার পার্টি।

 

বৃহস্পতিবার (৮ জুন) এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এ দাবি জানান।

 

ডা. ইরান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার কোনোভাবেই বন্ধ হচ্ছে না। বরং বিরোধী মতকে নিয়ন্ত্রণ করতে এ আইনের অপব্যবহার দিন দিন জ্যামিতিক হারে বাড়ছে। এ আইন রাষ্ট্রের নিরাপত্তার জন্য ব্যবহৃত হচ্ছে না। ব্যবহৃত হচ্ছে সরকারের ও সরকার সমর্থকদের নিরাপত্তার জন্য।

 

ডা. ইরান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মধ্যরাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। তাতেই প্রমাণ হয়, এ আইন কোনো স্বাধীন দেশের বা সভ্য সমাজের প্রতিনিধিত্ব করে না। এ আইন সংশোধনের অযোগ্য এবং এটাকে স্থগিত রাখারও কোনো সুযোগ নেই। তাই ডিজিটাল নিরাপত্তা আইন দ্রুত বাতিল করতে হবে।

(ঢাকাটাইমস/০৮জুন/জেবি/কেএম)