গাজীপুরে বিপুল হেরোইন-ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশ | ০৮ জুন ২০২৩, ২৩:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

গাজীপুর মহানগরীর বিলাশপুর এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিলাশপুরের আকবরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ বলছে, গ্রেপ্তার নারীর নাম মালা, তিনি এলাকায় ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার টেংরাপাড়া এলাকার শফিক মিয়ার স্ত্রী। থাকতেন গাজীপুর সদরের পূর্ব বিলাশপুর গুজুর আলীর বাড়িতে। তার কাছে পাওয়া ইয়াবা-হেরোইনের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

 

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আবু তোরাব মো. সামসুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে বিলাশপুর এলাকায় জনৈক আকবরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মালা। কিন্তু পুলিশ তাকে আটকে ফেলে।

 

পুলিশের এই কর্মকর্তা জানান, জিজ্ঞাসবাদে মালা তার কাছে বিপুল পরিমাণ মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তার পিপাসা আক্তারের বাসার খাটের নিচে এক কেজি ২৫০ গ্রাম হেরোইন ও ছয় হাজার ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়। তবে পিপাসাকে তার বাসায় পাওয়া যায়নি।

 

উপকমিশনার বলেন, গ্রেপ্তার মালাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার কাছে পাওয়া হেরোইন রাজশাহী জেলার গোদাগাড়ী এবং ইয়াবা ব্রাহ্মণবাড়িয়া থেকে সংগ্রহ করা হয়েছে গাজীপুরে বিক্রির জন্য। তার ও তার সহযোগীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন।

 

ঢাকাটাইমস/০৮জুন/এসএস/