আচমকাই সামাজিক মাধ্যম ছাড়লেন অভিনেত্রী কাজল, কেন?

প্রকাশ | ০৯ জুন ২০২৩, ১৫:৪৩

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

আচমকাই নেটপাড়ার বাসিন্দাদের চমকে দিলেন বলিউডের নামজাদা অভিনেত্রী কাজল। শুক্রবার দুপুরে অনুরাগীদের হতাশ করে সামাজিক মাধ্যম নিয়ে বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন তিনি। জানালেন, সামাজিক মাধ্যম থেকে বিদায় নেয়ার কথা।

শুক্রবার দুপুরে ইনস্টাগ্রামে বড় কালো ব্যাকগ্রাউন্ডে কাজল লেখেন, ‘জীবনের সব থেকে কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’ ক্যাপশনে লেখেন, ‘সোশ্য়াল মিডিয়া থেকে বিরতি নিলাম।’ কিন্তু কী হয়েছে? কেন এমন পদক্ষেপ সেসব বিষয় খোলাসা করেননি অভিনেত্রী।

যদিও ইনস্টাগ্রামে খুব বেশি অ্যাক্টিভ থাকতে কখনোই দেখা যায়নি কাজলকে। সাধারণত, স্বামী অজয় দেবগন, ছেলেমেয়ে নাইসা, যুগকে নিয়ে নানা পোস্ট করতে দেখা যেত অভিনেত্রীকে।

কখনো আবার স্মৃতির পাতা থেকে পুরনো নানা কিছু শেয়ার করতেও দেখা যেত কাজলকে। সম্প্রতি নিজের বেশকিছু ছবির বর্ষপূর্তিতে কিছু পোস্ট করেছিলেন অভিনেত্রী।

কাজলের সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেয়ার সিদ্ধান্তে নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। কেউ লিখেছেন, ‘ঠিক আছে অসুবিধা নেই, আপনি ফেরার জন্য সময় নিতে পারেন।’ কারও মন্তব্য, ‘যেকোনো সমস্যার মোকাবিলা করার জন্য আপনি যথেষ্ঠ শক্ত মানুষ।’

কেউ লিখেছেন, ‘আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে, আপনি ধৈর্যের সঙ্গে এই প্রচেষ্টায় সফল হবেন।’ কারও প্রশ্ন, ‘কিন্তু কেন?’, কেউ পরামর্শ দিয়েছেন, ‘দীর্ঘশ্বাস নিন, আবার ফিরে আসুন…’। এমনই নানা মন্তব্য উঠে এসেছে।

(ঢাকাটাইমস/৯জুন/এজে)