বিসিসি নির্বাচন: রাত বারোটার পর নগরীতে বহিরাগত কেউ থাকতে পারবেন না

প্রকাশ | ১০ জুন ২০২৩, ১৩:১৪

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে শনিবার রাত বারোটার পর থেকে নগরীতে সুনির্দিষ্ট কারণ ছাড়া বহিরাগত কেউ থাকতে পারবেন না। এমনটাই জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

শনিবার সকাল ১১টায় মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান বিএমপি কমিশনার সাইফুল ইসলাম।

পুলিশ কমিশনার সাইফুল ইসলমা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী শুধুমাত্র নিরাপত্তার কাজ করবেন। সংবাদ সন্মেলনে মেট্রোপলিটন পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া গরুর মাংস পাবেন কিশোরগঞ্জবাসী

এদিকে একই বিষয়ে সংবাদ সন্মেলন করেছেন বরিশাল র‍্যাব-৮। দুপুর ১২টায় এক সংবাদ সন্মেলনে র‍্যাব-৮ এর অধিনায়ক মো. মাহামুদ বলেন, আজ শনিবার রাত ১২টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালানো যাবে। তাই র‍্যাবের পক্ষ থেকে বহিরাগতদের অনুরোধ করবো তারা যেন আজ রাত বারোটার ভেতর বরিশাল নগরী ত্যাগ করেন।

(ঢাকাটাইমস/১০জুন/এসএম)