শাহজালালে ১১ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রকাশ | ১০ জুন ২০২৩, ১৩:৪০ | আপডেট: ১০ জুন ২০২৩, ১৫:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

 

হজরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার ৮০০ গ্রাম কোকেনসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তার নাম সালোমে লাল রামদহারি। শুক্রবার দিবাগত রাত একটার দিকে তাকে আটক করা হয়। জব্দ করা কোকেনের বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা।
শনিবার শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক নাজমা জ্যাবিন ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন। 

শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, মরক্কো থেকে কাতারের দোহা হয়ে আসা একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো মাদক বহন করছেন না বলে জানান ওই যাত্রী। কিন্তু আচরণ সন্দেহজনক হওয়ায় তার লাগেজ স্ক্যানিং ও দেহ তল্লাশি করা হয়। এসময় তার ট্রলি ব্যাগে মাদকের অস্তিত্ব পাওয়া যায়। এরপর যাত্রীর বহন করা লাগেজ তল্লাশি করে এক হাজার ৮০০ গ্রাম সাদা রঙয়ের কোকেন সদৃশ মাদকদ্রব্য পাওয়া যায়। ড্রাগ কিট টেস্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এটিকে কোকেন হিসেবে চিহ্নিত করেছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে অভিযোগ আনা হয়েছে।

ঢাকাটাইমস/১০জুন/এএ/ইএস