হকি ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান

প্রকাশ | ১২ জুন ২০২৩, ১৮:২৯ | আপডেট: ১২ জুন ২০২৩, ১৮:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

হকি ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।

তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সহ-সভাপতি, ভলিবল ফেডারেশনের সহ-সভাপতিসহ বিভিন্ন ক্রীড়া ও সামজিক সংগঠনের উন্নয়নে কাজ করে চলেছেন।

বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে রবিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ২৮ পদের জন্য জমা পড়েছে ২৮টি মনোনয়নপত্রই! আগামী ১৯ জুন হকি ফেডারেশনের নির্বাচনের দিন ধার্য ছিল। ফেডারেশনের ২৮ জনের কমিটিতে জেলা এবং বিভাগীয় সংগঠক পরিষদকে দেওয়া হয়েছে ১০ পদ। সুতরাং হকি ফেডারেশনের নির্বাচনে আর ভোটের প্রয়োজন নেই।

দেশের উদীয়মান অন্যতম শীর্ষ ব্যবসায়ী এম এ রাজ্জাক খান রাজ ব্যবসার পাশাপাশি বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনেও এক পরিচিত নাম। গত কয়েক বছরে ক্রীড়াঙ্গনে দারুণ সাফল্য পেয়েছেন তিনি। 

হকি ফেডারেশন নিয়ে এম এ রাজ্জাক খান রাজ বলেন, ‘আমি দেশের হকির সেবা করার লক্ষ্যে আগামী চার বছর ফেডারেশনের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে চাই।

’তিনি আরও বলেন, ‘খেলাধুলা ভালবাসি বলে দেশের বিভিন্ন ক্রীড়ায় নিজেকে সরাসরি জড়িয়ে রেখেছি আমি।

(ঢাকাটাইমস/১২জুন/এসএ)