জামালপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রকাশ | ১৩ জুন ২০২৩, ০৯:১১ | আপডেট: ১৩ জুন ২০২৩, ১১:২৬

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

জামালপুরের বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামানিক মাসুমকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।

উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামের আবুল কাসেম (দুলাল) হত্যা মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়। 

সোমবার মামলার ১৫ নম্বর আসামি বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম জামালপুরের আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। 

গত ২৭ এপ্রিল ছাগল নিয়ে সংঘর্ষে ট্যাটাবিদ্ধ হয়ে বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে আবুল হাসেম (দুলাল) নিহত হয়। ২৮ এপ্রিল নিহতের ভাই রেজাউল করিম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বগারচর ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিককে ১৫ নম্বর আসামি করা হয়।

আরও পড়ুন: বগুড়ায় ইউএনও পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

আসামি পক্ষের আইনজীবী বাকী বিল্লাহ জানান, উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিকে জামালপুরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করি। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

(ঢাকাটাইমস/১৩জুন/এসএম)