বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

প্রকাশ | ১৩ জুন ২০২৩, ১৮:৩০

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। আর এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে দেশীয় স্বনাধন্য প্রতিষ্ঠান টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিস-পিএলসি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র ম্যাচটি শুরু হবে বুধবার সকাল ১০টায়।

মিরপুরে এক সংবাদ সম্মেলনে টাইটেল স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে এই সিরিজের লোগো উন্মোচন করা হয়।

টাইটেল স্পন্সর ছাড়া বাংলাদেশ-আফগান সিরিজে স্পন্সর হিসেবে থাকছে আই স্ক্রিন, ইউসিএআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্র্যাঞ্চ ক‌্যাম্পাস এবং কসমেটিকস ব্র‌্যান্ড রিমার্ক। 

১৪-১৮ তারিখ পর্যন্ত চলবে টেস্ট। এরপর দ্বিতীয় দফায় ফের আসবে আফগানিস্তান। প্রথম ওয়ানডেতে নামবে ৫ জুলাই। ৮ ও ১১ তারিখে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে নামবে দুদল। আর ১৪ ও ১৬ জুলাই দুই টি-টোয়েন্টি ম্যাচে পরস্পরের বিপক্ষে লড়বে বাংলাদেশ-আফগানিস্তান।

(ঢাকাটাইমস/১৩জুন/এমএম)