নাইজেরিয়ায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নৌকাডুবি, প্রাণহানি কয়েক ডজন

প্রকাশ | ১৪ জুন ২০২৩, ১১:৩৪ | আপডেট: ১৪ জুন ২০২৩, ১১:৩৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

নাইজেরিয়ায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নৌকাডুবিতে কয়েক ডজন লোক ডুবে গেছে। আরও অনেকে নিখোঁজ রয়েছে। নাইজার নদীতে বরযাত্রী বহনকারী নৌকাটি ডুবে যায়। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার নৌকাটি নাইজার রাজ্য থেকে কোয়ারা রাজ্যে যাচ্ছিল। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। 

কোয়ারা রাজ্যের গভর্নর আব্দুর রহমান আব্দুল রাজ্জাকের একটি বিবৃতিতে বলা হয়েছে, কয়েক ডজন লোক মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং আরও অনেকে এখনও নিখোঁজ।

পাতেগির আমিরের মতে, স্থানীয়ভাবে ১৫০ জনেরও বেশি লোকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন>>সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা আহত: পেন্টাগন

কোয়ারা রাজ্যের গভর্নর শোক প্রকাশ করেছেন। বলেছেন উদ্ধারকারীরা বেঁচে থাকাদের সন্ধান চালিয়ে যাচ্ছে। 

এ ধরনের দুর্ঘটনা নাইজেরিয়ায় দুঃখজনকভাবে সাধারণ। গত মাসে নিকটবর্তী সোকোটো রাজ্যে একটি নৌকাডুবির ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে।

(ঢাকা টাইমস/১৪জুন/এফএ)