শান্ত-জয়ের ব্যাটে দারুণ সেশন পার করল বাংলাদেশ

প্রকাশ | ১৪ জুন ২০২৩, ১২:২৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
মিরপুরে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ভর করে স্বপ্নের মতো সেশন পার করলো টাইগাররা। লাঞ্চ বিরতির আগে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১১৬ রান। এখন ৬৪ রানে নাজমুল হোসেন শান্ত ও ৩৮ রানে মাহমুদুল হাসান জয় অপরাজিত রয়েছেন। ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান আফগান দলনেতা হাশনমউল্লাহ শহিদী। ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারে নিজাত মাসুদের করা বলে মাত্র ১ রানে সাজঘরে ফেরেন ওপেনার জাকির হোসেন। তবে সমস্যায় পড়তে হয়নি টাইগারদের। দ্বিতীয় উইকেটে খেলতে নেমে ওপেনার জয়কে নিয়ে আফগান বোলারদের শাসন করতে থাকেন নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত গড়েছেন ১১০ রানের অপ্রতিরোধ্য জুটি। এর মধ্যেই ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন শান্ত। ফিফটির পথে রয়েছেন জয়ও। (ঢাকাটাইমস? ১৪জুন/এমএম)